প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে পুলিশ আনিসুর রহমান নামে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। সে উক্ত গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, আনিসুর রহমান একটি সিআর মামলার তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামী। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পশ্চিম রূপসা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার এএসআই সবুজ ভূষণ সিংহ ও ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।