প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০
![ইউএনও যখন শিক্ষক](/assets/news_photos/2022/08/25/image-22405.jpg)
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির গণিতের ক্লাস নিলেন। গত মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনে গেলে এই ক্লাস নেন তিনি। পরিদর্শনে এসে তিনি উক্ত ক্লাসের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের ু=সী+প এই সূত্রের চুলচেরা বিশ্লেষণ করে বোঝান। এ সময় শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে ইউএনওর পাঠদান আত্মস্থ করতে দেখা যায়। উক্ত কর্মকর্তার পাঠদান কৌশল দেখে উপস্থিত শিক্ষকরা বেশ মুগ্ধ হন। প্রতিবেদক : কামরুজ্জামান টুটুল।