প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
গতকাল ৬ আগস্ট রোববার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিজ্ঞান ও বেলা ১২টায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ শামছুজ্জামান, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ও শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান, গণিতের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ বেলাল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ্রীকৃষ্ণ দে, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিলকিস আরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের মানোন্নয়নে বিশেষ দৃষ্টি দিতে হবে। অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তাদের সন্তান বা পোষ্যদের যেন নিয়মিত কলেজে পাঠান এবং তারা নিয়মিত বাড়িতে যাতে লেখাপড়া করে এবং এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে বিরত থাকে সেদিকে লক্ষ্য রাখেন।
সভাশেষে গভর্নিং বডির প্রাক্তন অভিভাবক সদস্য আবু তালেব মেম্বারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।