প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০০:০০
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। ১ আগস্ট সোমবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে আসেন নেতা-কর্মীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ১ আগস্ট সোমবার সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোলা জেলায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করলে পুলিশ গুলি করে ভোলা জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বরকে নির্মমভাবে হত্যা করে। আমরা এর বিচার দাবি করছি। একইসঙ্গে জনগণের অধিকার ফিরিয়ে দিতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের একদফা দাবি আদায়ে চাঁদপুর জেলা ছাত্রদল অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম সফল করবে।