মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০০:০০

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাজরাজেশ্বরের ১০১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার ৫৬ লাখ টাকা
মিজানুর রহমান ॥

পদ্মা-মেঘনা নদী বেষ্টিত চাঁদপুর সদর উপজেলার চরাঞ্চল রাজরাজেশ্বর। এ ইউনিয়নের বহু পরিবার ঘরবাড়ি, ভিটেমাটি, জমিজমা সবকিছুই হারিয়ে নিঃস্ব। তাদের মধ্য থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারকে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার ৫৬ লাখ টাকা দেয়া হলো। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অর্থের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

২০২১-২২ অর্থবছরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চরাঞ্চল, হাওর, পার্বত্য অঞ্চল যাই বলি না কেন, পিছিয়ে পড়া এসব এলাকা যাতে উন্নয়ন বঞ্চিত না হয় সেজন্যে সমানতালে কাজ করে চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি মায়ের মমতা দিয়ে এই দেশটাকে পরিচালনা করছেন। শেখ হাসিনা সেই নেত্রী যিনি চিন্তা করেন বাংলাদেশের প্রতিটা মানুষ যেন খেয়ে-পরে, সুখে-শান্তিতে থাকতে পারে। জনগণের জন্যেই শেখ হাসিনার সরকার। তার জনবান্ধব কর্মকাণ্ডের কারণেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একদিকে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হচ্ছে, তেমনি দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। আমরা পদ্মা সেতু পেয়েছি, কর্ণফুলী নদীর নিচের টানেল পাচ্ছি, মেট্রোরেল এলিভেটর এক্সপ্রেস পাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। যাদের ঘর নাই তাদের ঘর বানিয়ে দেয়া হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী মায়েদের জন্য ভাতা, অসুস্থ মানুষের জন্য চিকিৎসা সহায়তা, নদী ভাঙ্গন কবলিত মানুষের জন্য অর্থের ব্যবস্থা করা এসব শেখ হাসিনা করে দিয়েছেন। কারণ তিনি দরিদ্র, নদী ভাঙ্গা মানুষের কথা ভাবেন, দরিদ্র নারীদের কথা ভাবেন।

চরাঞ্চলের মানুষ কখনো ভাবেনি তাদের গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হবে। তার ব্যবস্থাও শেখ হাসিনা করে দিয়েছেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুরে নদী ভাঙ্গন রোধে ১৯ কিলোমিটারের মতো স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। শহর রক্ষায় যে বাঁধ রয়েছে সেটি নির্মাণে প্রকল্প গ্রহণের কাজ চলছে। আমাদের আরো কিছু এলাকায় নদী ভাঙ্গন রোধে কাজ হাতে নেয়া হচ্ছে।

আগামী যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানিয়ে ডাঃ দীপু মনি এমপি বলেন, ধর্মের নামে মিথ্যা কথা বলে স্বাধীনতা বিরোধীরা আবারো মাঠে নামছে। তারা ধর্মের দোহাই দিয়ে মিথ্যাচার-অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের প্রতিহত করার কথা বলেন মন্ত্রী।

চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর ইউএনও ফাহমিদা হক (অঃ দাঃ), রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ, মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলামসহ ইউপি চেয়ারম্যানগণ, অন্য নেতৃবৃন্দ এবং রাজরাজেশ্বর ইউনিয়নের উপকারভোগীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়