মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

আদালতে মামলা চলমান স্বত্বেও ফরিদগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দলমগর গ্রামের মজুমদার বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে শুক্রবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলাম ও মোঃ মিলন মিয়ার মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ২০১৭ সালে সিরাজুল ইসলাম চাঁদপুর কোর্টে মামলা করেন। মামলা নং : ১১৫/১৭, যা চলমান রয়েছে।

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গত বুধবার (২০ জুলাই) মিলন তার লোকজন নিয়ে এসে ভূমি দখল করে বাউন্ডারি দেয়। এতে বাধ্য হয়ে সিরাজুল ইসলাম পুনরায় ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই মিলনদের আমাদের সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে। কোর্টে মামলা চলমান রয়েছে। কিন্তু তারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিলন তার দলবল নিয়ে ভিটা ৪ শতক ৮০ পয়েন্ট ও নাল ৪ শতক ভূমি দখল করে নেয়। আমার বসতঘরে তালা মেরে চলাচলের পথ বন্ধ করে দেয়। আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

অন্যদিকে মোঃ মিলন জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি। যা আমি আমার ফুফুদের কাছ থেকে ক্রয় করেছি। আমি তাদের সম্পত্তি দখল করিনি।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, কিছুদিন পূর্বে দুপক্ষই আমার নিকট আসে। সিরাজুল জানায়, দলিল কুমিল্লা থেকে ওঠাইতে সময় লাগবে। তারপর কোনোপক্ষই আমার সাথে আলাপ করেনি। আমি শুনতে পেরেছি সম্পত্তির উপর বাউন্ডারি দেয়া হয়েছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এএসআই আমজাদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়