মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০

লটারিতে বিজয়ী গাড়ি পেলো দশম শ্রেণির ছাত্র অনিক
গোলাম মোস্তফা ॥

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের দশম শ্রেণিপড়ুয়া অনিক সরকার লটারিতে বিজয়ী হয়ে গাড়ি পেয়েছে। চাঁদপুর পুনাক শিল্প ও পণ্য মেলা থেকে সে ২০০ টাকার প্রবেশ টিকেট কিনে ১৫ লাখ টাকার এ গাড়ি জিতছে।

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ২০ জুলাই পুনাক মেলার সমাপনী অনুষ্ঠানে রাত ১০টায় প্রবেশ টিকেটের উপর লটারির ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্র-তে প্রথম পুরস্কার আকোয়া-১৬ মডেলের প্রাইভেটকারটি জিতেন অনিক সরকার।

প্রাইভেটকার জয়ী অনিক সরকার বলেন, প্রথম পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমি ও আমার বাবা ১০টি ২০ টাকা মূল্যের টিকিট কিনেছিলাম। ১০টি টিকিটের প্রত্যেকটিকে ‘মামু’ লিখেছিলাম। যে টিকিটটির নম্বরে আমি বিজয়ী হই সেটিতে লিখেছিলাম, ‘মামু পামুনি’। আশ্চর্য হই, সেই টিকিটের মাধ্যমে লটারিতে আমি জয়ী হই।

২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুনাক শিল্প ও পণ্য মেলা কর্তৃপক্ষ প্রথম পুরস্কার বিজয়ী অনিক সরকারর হাতে গাড়ির চাবি তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, মেলার পরিচালক আবিদ তপু ও মিজানুর রহামান।

উল্লেখ্য, গাড়িটি পরবর্তীতে দরদাম করে মেলা মাঠ থেকে ১৩ লাখ টাকায় কিনে নেন ফরিগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী।

উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় ফলাফল ঘোষণার পূর্বে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা অহিদুল ইসলাম, সুলতান আহমেদ বাবুল, নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন লিটন, শুকুর আলম বেপারী ও জুলহাস চৌধুরীসহ উপজেলা এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়