প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডস্থ দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ ওছমান গণি (৩৬) ইন্তেকাল করেছেন। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। এদিন বাদ আসর বিষ্ণুদী রোডস্থ বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
জানাজায় ইমামতি করেন বড় স্টেশন জামের মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জাফরাবাদ মাদ্রাসার মুহতামিম মাওঃ খাজা আহমদ উল্লাহ, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, বায়তুস সালাত ঢালী মসজিদের খতিব মাওঃ জয়নাল আবেদীন ও মরহুমের বড় ভাই মাওঃ ইকবাল হোসেন। পরে চাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাফেজ মাওঃ ওসমান গণি বাবার ক্রয়কৃত জায়গায় দারুল উলুম কাসেমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দারুল উলুম কাসেমিয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাকে ঘিরে বিষ্ণুদী এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। জানাজায় আলেম-ওলামাসহ বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা গেছে।