প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে ভেজালবিরোধী অভিযানে এক বেকারী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা জানান, ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ লাবনী বেকারি কর্তৃপক্ষ খাদ্যের গুণগত মান ঠিক না রাখা ও মূল্যতালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।