প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে বালুবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইককে চাপা দেয়ার ঘটনায় গাড়িটি জব্দ করেছে পুলিশ। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোবাইকটিসহ গাড়িটি থানায় রাখা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে ওই স্থান দিয়ে বালুর ট্রাকটি ফরিদগঞ্জ যাবার সময় বিপরীত দিক থেকে আসা অটো বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন (৪০) নামের অটোবাইক চালক নিহত এবং আহত হয়েছেন অটোবাইকের যাত্রী একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন। নিহত অটোবাইক চালক ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামের বোরহান পাটোয়ারীর ছেলে রিপন (৪০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।