প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর মাঝি বাড়িতে শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পূজা সম্পন্ন হয়েছে। গত শনিবার শ্রী শ্রী মনসা দেবীর অধিবাস ও মনসা দেবীর পদ্মপুরাণ পাঁচালি পাঠের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। গত সোমবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতী প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস মঙ্গল জানান, ভাটিয়ালপুর মাঝি বাড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত সার্বজনীন এই উৎসবটি ১৬১তম সার্বজনীন উৎসব। ১৭ জুলাই রোববার শ্রী শ্রী মা মনসা দেবীর অষ্টনাগ পুজা আরম্ভ হয়। এছাড়া এদিন সকালে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা, দুপুরে শ্রী শ্রী শীতলা পূজা, বিকেলে ধর্মীয় আলোচনা, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার শ্রী শ্রী মা মনসা দেবীর সমাপনী অনুষ্ঠান ও লক্ষ্মীন্দর বিসর্জন ছাড়াও সকালে র্যালি, দুপুরে পদ্মপুরাণ পাঠ, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দলীয় নৃত্য ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যহ পূজা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।