প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০০:০০
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা মান্নাফির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। ১৮ জুলাই সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বেগম মসজিদ সড়কে বিক্ষোভ মিছিল এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
ছাত্রদল শহরের নতুন বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।