প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ৫ম বারের মতো নির্বাচিত হলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। ১৭ জুলাই রোববার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্-এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মোহাম্মদ শহীদ হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী ও চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত পঞ্চমবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন।
এই সম্মাননা স্মারক গ্রহণের পর ওসি মোহাম্মদ শহীদ হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।