মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ শ্রমিকলীগের ঈদ পুনর্মিলনী
প্রবীর চক্রবর্তী ॥

ঈদ বয়ে আসুক সবার জীবনে সুখ, শান্তি-সমৃদ্ধি-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার ১২ জুলাই বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাথে যুক্ত। ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা হয়। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শ্রমিকলীগকে ঐক্য থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হলে শ্রমিকলীগের কার্যক্রম আরো গতিশীল করতে করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, জাতীয় ট্রাক ও কভার ভ্যানের প্রতিনিধি লতিফ খান, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী, শ্রমিকলীগ নেতা মীর নাছির, সারবিক তালুকদার, হাসান গাজী, গাজী মুরাদ, আবুল গাজী, হারুন গাজী, আব্দুস সোবহান খান মিন্টুসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়