প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক, চাঁদপুর বির্তক আন্দোলনের এলিট সদস্য, কালের কণ্ঠ শুভসংঘের সাবেক সভাপতি ও নটমঞ্চের সভাপতি মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৭ জুলাই রোববার বিকেলে মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ আছর শহরের বড়স্টেশন জামে মসজিদ, কোড়ালিয়া রোডস্থ কিতাব জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার গত বছরের এইদিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।