মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে খাজুরিয়া বাজারের পশ্চিম মাথায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে অবস্থিত পাটোয়ারী ভিলার ২য় তলায় সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১৩ জুলাই (বুধবার) বিকেল ৪টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপ্রধানে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সঞ্চালনায় শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে সংগঠনটির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের এমডি মাসুদ মিজি মামুন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাজুরিয়া বাজার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ থানার এসআই আঃ মান্নান, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, খাজুরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ হান্নান, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলেমান পাটোয়ারী ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের জেলা সভাপতি সাইফুল ইসলাম সিফাত।

উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, জিলন পাটোয়ারী, বজলুর রশিদ, মাসুদ আলম, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মেহেদী পাঠান, ব্যবসায়ী আমিন পাটোয়ারী, আমির শেখ, নূর হোসেন তপদার, ব্যবসায়ী আরিফ মিজি, খলিলুর রহমান বেপারী, হানিফ মিজি প্রমুখ। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, কামরুল হাছান, আল-আমিন হাজী, সাইফুল গাজী, মোজাম্মেল হোসেন, রাকিব হোসেন, হাছান আটিয়া, হাছান মাছুম, ইকবাল গাজী, সাব্বির তফাদার, নাঈমুল হাছান, হাছিব পাটোয়ারী, সাকিব পাটোয়ারী, রফিকুল ইসলাম রাফি, সাকিব শেখ, নাঈম চৌধুরী, সজিব আফ্রিদি ও ফয়সাল হোসেন।

উল্লেখ্য, সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে খাজুরিয়া মধ্য অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনাকালে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেনতামূলক লিপলেট বিতরণ, অক্সিজেন সেবাসহ এ সংগঠনটির কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো। এছাড়া শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমসহ নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়