প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মিন্টু দত্ত। তিনি গত ১৩ জুলাই উক্ত ফাঁড়ির সদ্য বিদায়ী ইনচার্জ মোঃ কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হন। ইন্সপেক্টর মিন্টুর পিতা রনজিত দত্তের ৪ সন্তানের মধ্যে তিনি ২য় পুত্র, মিন্টু দত্ত চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স শেষে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই হিসেবে যোগদান করেন। পরে সারদা একাডেমি থেকে ট্রেনিং শেষে পুলিশ বাহিনীর পেশাদার এসআই পদে যোগদান করেন। তিনি চাঁদপুরের নতুনবাজার পুলিশ ফাঁড়িতে যোগদানের পূর্বে কুমিল্লায় ডিবি পুলিশে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, নতুনবাজার তথা চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে আমি সকলের সহযোগিতা চাই।