প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মঈনুদ্দিন মানিক, সাধারণ সম্পাদক নূরুল আমীন নূর ও সাংগঠনিক সম্পাদক মাসরূর আহমদ।
গতকাল ১৮ জুলাই সোমবার চাঁদপুর রোটারী ক্লাবে ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাশেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার ও সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মুহাম্মাদ কাশেমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ কাশেমী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক কাউসার আহমদ, প্রচার সম্পাদক নূর হোসাইন সবুজ, ঢাকা দক্ষিণের আহ্বায়ক মোস্তফা ওয়াদুদ, গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মানসুর, আরজাবাদ ক্যাম্পাসের সাধারণ সম্পাদক আহমদ আল গাজী, ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক তোফায়েল আহমদসহ স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।