প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
ঈদের দ্বিতীয় দিনে কোরবানি-বঞ্চিত অস্বচ্ছল অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করলো হিউম্যানিটিস অর্গানাইজেশন। গত ১১ জুলাই ঈদের দ্বিতীয় দিন সংগঠনটি একটি গরু কোরবানি দিয়ে তার সম্পূর্ণ গোশত ৩৯টি পরিবারের মধ্যে গোপনে পৌঁছে দিয়েছে বলে জানা যায়।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণী-পেশার মানুষ। তাদের এ মহতী উদ্যোগের কল্যাণে ৩৯টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহার আনন্দ বিরাজ করেছে। করোনাকাল সময় থেকে এ পর্যন্ত এ সংগঠনটি ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড ডোনেট, মাস্ক বিতরণ, অক্সিজেন প্রদান, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা তৈরি করাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড সফলভাবে সমাপ্ত করেছে।
সংগঠনের উপদেষ্টা নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ জানান, কতিপয় শিক্ষিত ও উদ্যমী তরুণদের সমন্বয়ে গঠিত হিউম্যানিটিজ অর্গানাইজেশন নামে এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। তাদের এই কর্মকাণ্ডে এলাকাবাসী এবং সুশীল সমাজের মনে আশার সঞ্চার হচ্ছে। তাদের এ সকল কর্মকাণ্ডে আমরা আগামীর শিশুদের বাসযোগ্য এবং নিরাপদ সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনাস, কোষাধ্যক্ষ মশিউর রহমান বাঁধন, সম্মানিত স্বেচ্ছাসেবী সদস্য আজম ইউনুস, আরিয়ান ইসলাম রবিউল, শাহপরান বকাউল, পারভেজ কাজী, মোঃ মহিবুর রহমান, মোঃ আনাসসহ অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম বলেন, আমরা কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্যে আর এই কাজে অংশগ্রহণ করে আমরা খুবই আনন্দিত। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। সমাজের সকল স্তরের মানুষ একত্রে এ ছোট ছোট উদ্যোগ গ্রহণ করলে সামাজ আরো উপকৃত হবে।
সংগঠনটির সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলী বলেন, ভবিষ্যতে আমরা সমাজের উন্নয়ন ও দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে নানা উদ্যোগ গ্রহণ করবো। আমাদের এ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।