প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
১৯০১ সালে স্থাপিত চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের (ব্যাচ ১৯৬৭-২০২১) ঈদ পুনর্মিলনী ১১ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। উপস্থিত ছিলেন শিল্পপতি শেখ মোহাম্মদ মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আলি আহাম্মেদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুনীর আহমেদ ছিদ্দিকী, মাতৃভূমি প্রপার্টির স্বত্বাধিকারী আবু হানিফ, সিনিয়র শিক্ষক তপন কুমার দে, ইঞ্জিনিয়ার মাইনুদ্দীন, আয়োজক কমিটির প্রধান ইঞ্জিঃ রাসেল মোল্লাসহ প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতী শিক্ষার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন পেশাজীবী ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীগণ।