প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর বিষয়ক সাধারণ জ্ঞানভিত্তিক বই ‘এক নজরে চাঁদপুর’-এর দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে। বইটিতে চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, বিশ্বযুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রশাসন, স্থানীয় সরকার, খেলাধুলা, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান ও স্থাপনা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত, জরুরি ও প্রয়োজনীয় নম্বরসহ জেলার নানা তথ্য স্থান পেয়েছে। বইটি সম্পাদনা করেছেন লেখক, সংগঠক ও সমাজকর্মী এইচএম জাকির।
বই সম্পর্কে সম্পাদক জানান, চাঁদপুরের ইতিহাস বিস্তৃত। সংক্ষিপ্ত আকারে সাধারণ জ্ঞান ভিত্তিক এ জেলার ইতিহাস তুলে ধরা একটি দুরূহ কাজ। তারপরেও চাঁদপুরের নাগরিকদের ও চাঁদপুরকে জানার আগ্রহীদের জন্যে ‘এক নজরে চাঁদপুর’ বইটি আমার ক্ষুদ্র প্রয়াস। বইটিতে ব্রিটিশ আমল হতে প্রকাশের পূর্ব পর্যন্ত চাঁদপুরের সকল বিভাগের ইতিহাস ও ঐতিহ্যের তথ্য সন্নিবেশিত করার চেষ্টা করেছি। সংযোজন করেছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মোবাইল নম্বর, জেলার সকল সরকারি দপ্তরের টেলিফোন নম্বর, নৌ ও সড়ক পথের সকল রুটের যানবাহনের নাম এবং নির্ভরযোগ্য মোবাইল নম্বর ও সময়সূচী, অ্যাম্বুলেন্স, চিকিৎসা, আইনি সহায়তা, আবাসিক হোটেলসহ জাতীয় ও স্থানীয় জরুরি নম্বর সমূহ। বইটি চাঁদপুরবাসী ছাড়াও চাঁদপুরে আগত পর্যটকদের জন্যে উৎকৃষ্ট গাইডলাইন হিসেবে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক আরো জানান, বইটি বিসিএসসহ সকল চাকুরি পরিক্ষায় চাঁদপুর সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্যে এ জেলার চাকুরিপ্রার্থীদের সহায়ক হবে। এছাড়াও চাঁদপুরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় এবং চাঁদপুর সম্পর্কে সর্বজনের জ্ঞান অর্জনের জন্যে বইটি অতুলনীয় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বইটি প্রস্তুত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, যাছাই-বাছাই, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিজ্ঞজনদের মতামত নিতে গিয়ে প্রায় তিন বছর সময় লেগেছে। বইটির যে কোন তথ্যের দ্বারা পাঠক উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে। চেষ্টা করেছি সকল তথ্যর নির্ভূলতা নিশ্চিত করতে। এজন্যে সকল বিভাগের নির্ভরযোগ্য, যৌক্তিক ও প্রমানিক তথ্য যাছাই-বাছাই করতঃ তথ্যসূত্র সংযোজন করেছি বইটির শেষাংশে। প্রথম মুদ্রণের পর পরই বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়ে মুদ্রিত বই দ্রুতই শেষ হয়ে যায়। তাই দ্বিতীয় মুদ্রণের কাজ হাতে নিই। দ্বিতীয় মুদ্রণের আগে বইটিতে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন এবং পুনরায় যাছাই-বাছাই করা হয়। তারপরেও বইটিতে তথ্যবিভ্রাট, ত্রুটি-বিচ্যুতি অস্বাভাবিক নয়। সেজন্যে পাঠকের মতামত ও তথ্য প্রেরণের জন্যে বইটিতে একটি ই-মেইল নম্বর সংযোজন করা হয়েছে, এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
‘এক নজরে চাঁদপুর’ বইটির প্রচ্ছদ করেছেন ইউনুছ নাজিম। প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স, ঢাকা। পৃষ্ঠা ১৪৪টি, মুদ্রিত মূল্য ৩০০ টাকা। চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন আননূর গ্রাফিক্সে বইটি পাওয়া যাবে। এছাড়াও ০১৮১৮৮৭০৮১১ এই নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করা যাবে।
উল্লেখ যে, এইচএম জাকিরের জন্ম ১৯৮৪ সালের ১১ অক্টোবর, চাঁদপুর সদরের লোধেরগাঁও গ্রামে। পুরো নাম জাকির হোসাইন মিজি। বাবা আবুল হোসাইন মিজি, মা রোকেয়া বেগম। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর অধিদপ্তর থেকে যুদ্ধবিদ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ব্যুরো অব ইকোনোমিক রিসার্স থেকে গবেষণা কর্মকৌশলের উপর প্রশিক্ষণ নেন। পেশাগত জীবনে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত আছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’-এর প্রতিষ্ঠাতা। পেশাদায়িত্ব পরবর্তী অবসরে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি তিনি লেখালেখি করেন। দৈনিক পত্রিকা ও বিভিন্ন সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনী ও ফিচারের পাশাপাশি কর্ম সম্পর্কিত লেখা লেখেন। তিনি সাহিত্য চর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের জন্যে বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
তার প্রথম গ্রন্থ ‘বাঙলির মহানায়ক’ (প্রবন্ধগ্রন্থ, দীপ্ত প্রকাশন, ২০২১)। দ্বিতীয় গ্রন্থ ‘স্বাপ্নিক’ (সম্পাদিত স্মারকগ্রন্থ, পরিবার পাবলিকেশন, ২০২২)। ‘এক নজরে চাঁদপুর’ তার তৃতীয় গ্রন্থ (সম্পাদিত, পরিবার পাবলিকেশন, ২০২২)।