প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
কচুয়া পৌরসভার মমতাজ টাওয়ারের দ্বিতীয় তলায় অত্যাধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেডিকেলের শুভ উদ্বোধন করেন।
কচুয়া বড় মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু হানিফার সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্যাহ হাবীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম কালু মিয়া।
এসময় ইসলামিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, ওমর ফারুক, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আলমগীর মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা, জহির মোল্লা, জাকির হোসেন মোল্লা, ওমর ফারুক মজুমদার, আব্দুস সামাদ মোল্লাসহ অন্য প্রতিষ্ঠাতা, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মেডিকেলটির উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।