মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

এরশাদের মৃত্যুবার্ষিকীতে জেলা যুব সংহতির আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

সাবেক রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জেলা যুব সংহতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর। তিনি বলেন, আজকে আমাদের জন্যে একটি শোকাবহ দিন। এদিনে আমাদের প্রিয় নেতা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। প্রিয় নেতার জন্যে চাঁদপুরে এ ধরনের আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে।

জেলা যুব সংহতির আহ্বায়ক হাজী মোঃ গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য আবুল কালাম আজাদ টুলু।

জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন চৌধুরী, মোঃ দ্বীন ইসলাম সরদার, মোঃ হারুন গাজী, মোঃ আঃ রহমান ভূঁইয়া, শহর যুব সংহতির সদস্য সচিব মোঃ ফারুক হোসেন আকাশ, সদর উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক, মোঃ সেলিম শেখ, হাজীগঞ্জ উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ জহির আহমেদ, শহর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন মিঝি প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের ইমাম মাওঃ মোৎ আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, অনেকেই ভেবেছিলেন এরশাদ মারা গেলে জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। তাদের এ ধারণা আজকে ভুল প্রমাণিত হয়েছে। তাঁর মৃত্যুর পরেও আল্লাহপাক তাঁকে অনেক সম্মান দিয়েছেন। তাঁর জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছিলো। সত্যি কথা বলতে, আমরা গর্বিত। সামনের নির্বাচনে ইনশাআল্লাহ জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়