মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০

কলাকান্দা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রজেক্টর কাপ ২০২২-এর দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বারোআনি একাদশ বনাম মহীয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় একাদশ অংশগ্রহণ করে। কলাকান্দা খান বাড়ি মাঠে আয়োজিত এ খেলা উদ্বোধন করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, এসআই মোঃ রিদুয়ান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য ইসমাইল খান টিটু, আরাফাত আল-আমিন ও তাইজুল ইসলাম সাগর।

আরো উপস্থিত ছিলেন কলাকান্দা স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের আয়োজক মোঃ রাজিব সরকার, ফয়সাল আল মুরাদ, মেরাজ দেওয়ান, জামাল খান, জামান খান, গিয়াস উদ্দিন ভূঁইয়া, সৈকত ভূঁইয়া, হানিফ মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ফুটবল খেলা একটি আন্তর্জাতিক জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে দর্শক ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন। তাই আমি সকল খেলোয়াড়কে বললো খেলার শৃঙ্খলা বজায় রাখতে, যাতে দর্শক আনন্দ পায়। তিনি আরও বলেন, বাজে আড্ডা ছেড়ে যুবকরা খেলাধুলা করবে। খেলাধুলার ব্যাপারে থানা পুলিশ আপনাদের পাশে থাকবে। এই খেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

খেলায় কোনো দল গোল করতে পারে নি। শেষে টাইব্রেকারে মহীয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠে। এর আগে প্রথম সেমি-ফাইনালে আদুরভিটি বনাম কলাকান্দা একাদশ খেলায় কলাকান্দা ফাইনালে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়