প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১২ জুলাই রাজারগাঁও ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এমরানের সভাপ্রধানে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আতিফের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, পুরস্কারটা ছোট কিন্তু এটাকে পুঁজি করে এবং এ অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তোমাদেরকে আগামীদিনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, জীবনকে গতিশীল করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণকর কাজে নিয়োজিত হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, ঢাকা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন খান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাকির খান। এছাড়াও বক্তব্য রাখেন চিওড়া সরকারি কলেজের প্রভাষক দিপক চন্দ্র সূত্রধর, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ইয়াছিন মিজি, সংঘের স্থায়ী কমিটি ও কার্যকারী কমিটির সদস্যবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।