প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই রোববার পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেন।