প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
অনেক বছর পর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই রোববার সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার এ জামাত শুরু হয়। সবুজ ঘাসে সজ্জিত খোলা ময়দানে কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি করেন ফরিদগঞ্জ ফনিসাইর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ মশিউর রহমান কাজী। নামাজে অংশ নেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানসহ মুসল্লিরা।
নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্য ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান এবং চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, কোষাধ্যক্ষ অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, গোলাম মুর্তজা চৌধুরী আপেল, অ্যাডঃ আকতার সরকার, অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রীপন, সাংগঠনিক সম্পাদক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদস্য মুক্তিযোদ্ধা ছানাউল্লাসহ অন্যরা।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।