প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচরে নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।
৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন টাউন হল মাকের্টের ৩য় তলায় তার রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মী ও এতিম অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান হয়।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র ঈদুল ফিতরে প্রতিদিন ধারাবাহিক ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। আমার নিজের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবার এবং আমাদের কর্মহীন অসচ্ছল নেতা-কর্মীর মাঝে ঈদ সামগ্রীসহ আর্থিক অনুদান প্রদান করি।