সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের কাজে অনিয়ম
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর (পঃ) এলাকায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে করা একটি রাস্তা যাচ্ছেতাইভাবে করে যাচ্ছে ঠিকাদার। দেখার কেউ নেই। প্রকল্পটির নাম ‘উত্তর চৌরাঙ্গা জামাল পাটওয়ারী বাড়ির অভিমুখে রাস্তা সিসি ঢালাইকরণ।’ ঠিকাদার রাস্তাটি তার খেয়ালখুশি মতো করে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের সুরকি, প্রয়োজনের তুলনায় খুবই কম ব্যবহার করছে সিমেন্ট। ৩ ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও ১ ইঞ্চি দিয়ে কাজ সেরে নিচ্ছেন ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ইমাম হোসেন বর্তমান চেয়ারম্যানের ভাই হওয়াতে ইচ্ছামতো কাজ করে যাচ্ছে।

একই প্রকল্প হলেও দুই বাড়ির দুটি রাস্তা হচ্ছে। একটি রাস্তা একদিন আগে ৩ জুন করেছেন। একদিন পরই বৃষ্টির পানিতে উপরের আস্তর খসে গিয়ে ইটের কণা দৃশ্যমান হয়ে গেছে। নিম্নমানের ঢালাইয়ের কারণে এ অবস্থা বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের অভ্যন্তরীণ কাজের তদারকি করার কথা থাকলেও তিনি ঢালাই চলাকালীন একটি বারের জন্যও প্রকল্প এরিয়া পরিদর্শন করেননি। মূলত তার গাফিলতির কারণেই এ সমস্যা হয়েছে বলে এলাকাবাসী মনে করেন।

কাজের তদারকি করা এক ব্যক্তির সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি কথা না বলে এড়িয়ে যান। প্রকল্পের ঠিকাদার চেয়ারম্যানের ভাই মোঃ ইমাম হোসেনকে না পেয়ে তার মুঠোফোনে কল দেয়া হয়। একাধিক কল দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ৪নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ সচিব আমির হোসেন বলেন, ‘এই প্রকল্পের ঠিকাদার চেয়ারম্যানের ভাই। উনারাতো সঠিকভাবেই কাজ করার কথা। সমস্যা নেই, পরীক্ষা-নিরী ক্ষার পরই বিল পাস হবে।’

চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন বলেন, আমি এখনো রাস্তার কাজ দেখিনি। দেখা ছাড়া কোনো বক্তব্য দিতে পারবো না।

এ বিষয়ে কথা বলতে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে না পেয়ে একাধিকবার তাঁর মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি। তাই তার বক্তব্যও নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়