প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের ‘ফ্রেন্ডস ফোরাম ৯৮’ নামের একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন চাঁদপুর সরকারি শিশু পরিবারের ১০৫ জন এতিম শিশুকে ঈদের পোশাক প্রদান করেছে। এ উপলক্ষে ৫ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় সংগঠনের পক্ষ থেকে সরকারি শিশু পরিবারের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি শিশু পরিবার, চাঁদপুর-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু নঈম পাটোয়ারী দুলাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপ্রধানে সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় ফ্রেন্ডস ফোরাম ৯৮-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। পরে ১০৫ জন শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন অতিথিবৃন্দ। আবু নঈম পাটওয়ারী দুলাল শিশুদের জন্যে আইসক্রিম নিয়ে আসেন।
শিশুরা নতুন পোশাক ও আইসক্রিম পেয়ে অত্যন্ত খুশি হয়। শিশুদের পক্ষ থেকে ‘ফ্রেন্ডস ফোরাম ৯৮’ এবং আবু নঈম পাটোয়ারী দুলালের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।