প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উদ্যাগে ৪ জুলাই দুপুরে বিনামূল্যে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অর্থনীতিবিদ ড. শামসুল আলম মোহন।
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, এএসপি (সার্কেল মতলব) ইয়াছির আরফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ঢালী কামরুজ্জামান হারুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি কবি মাহফুজুর রহমান সৌরভ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, কোষাধ্যক্ষ সালেহ আকরাম, বিজনেন বাংলাদেশ পত্রিকার মফস্বল সম্পাদক ইমরান মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক সিপাহী আল-আমিন, সদস্য ফয়েজ তুহিন, ইসমাইল খান টিটু, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু প্রমুখ।