প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার অভিভাবকদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্কুল শাখার সদস্যপদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেলে রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বিজয়ী দু প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে সর্বোচ্চ ২৫৫ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন ব্যবসায়ী মোঃ মাহবুব আলম, ১৭৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন কামরুল হাসান। কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাহফুজুর রহমান ও মোঃ মনিরুজ্জামান। নির্বাচন ঘিরে খিলাবাজার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। অভিভাবক ও এলাকাবাসী ফলাফলের অপেক্ষায় স্কুল মাঠে অবস্থান নেন। ফলাফল পেয়ে সমর্থকগণ বিজয়ীদের পক্ষে বিজয় মিছিল বের করে।