প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২১:৫৪
চাঁদপুরে রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করায় বাঙালিয়ানা রেস্টুরেন্টসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মার্চ ২০২৫) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও ওয়্যারলেস বাজার এলাকায় পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় বাঙালিয়ানা রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মো. মোস্তফাকে ২ হাজার টাকা এবং দুধে পানি মেশানোয় গণেশ চন্দ্র ঘোষকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
সূত্র : জাগো নিউজ।