প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২১:৪০
৫২ পিচ ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসাদি হাফেজ প্রধানিয়া বাড়ির রসুলতান প্রধানের ছেলে ডিশ ব্যবসায়ী ওমর ফারুক প্রধানিয়াকে আটক করেছে মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওমর ফারুককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা জব্দ করে।
দীর্ঘদিন যাবত ডিশ ব্যবসার আড়ালে ওমর ফারুক বিষ্ণুপুর এলাকায় ইয়াবা বিক্রি করে বলে জানায় পুলিশ।
অবশেষে পুলিশ ছদ্মবেশে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুককে আটক করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওমর ফারুককে আদালতে প্রেরণ করে।