শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২১:৩৮

আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : ইউএনও ফরিদগঞ্জ সুলতানা রাজিয়া

আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : ইউএনও ফরিদগঞ্জ সুলতানা রাজিয়া
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেছেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। যে যে প্রকল্প জমা দেয়া হয়েছে সেগুলো যেনো ভালোভাবে বাস্তবায়ন হয়। কোনো ফাঁকি চলবে না। এটি মানুষের জন্যে করা হয়, শতভাগ যেনো বাস্তবায়ন হয় সেজন্যে আমরা নিয়মিত মনিটরিং করবো। আজকে প্রথম কিস্তির চেক দিচ্ছি, পরবর্তী অর্থ প্রদানের পূর্বে প্রতিটি উন্নয়ন কাজ অবশ্যই পরিদর্শন করা হবে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিদের্শনা দিচ্ছি যাতে সব কাজ মনিটরিং করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা, কাবিটা), রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়