বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০

মতলবে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম পাটোয়ারী (৬৮) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ১৭ জুলাই রাত ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে............... রাজেউন)। গতকাল ১৮ জুলাই বাদ জোহর নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারজনিত রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার কামরাঙ্গীচর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়ণ্ডস্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা বদরপুর পাটোয়ারী বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। পরে তাকে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেন্টু কুমার বড়ুয়া ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্যাহ সরকার, সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু বকর পাটোয়ারী প্রমুখ। পরে মরহুমের মরদেহ পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়