প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
১৬ এপ্রিল ২০২২ শনিবার চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র 'মাহে রমজানের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মো নুরুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ কামরুল হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের মধ্যে অন্যরা ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রাহীম, জেলা য্বুসেনার সদস্য সচিব অধ্যাপক বজলুর রশিদ সোহেল, সদর উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আলমগীর, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল আমিন সাকী, মুহাম্মদ রিয়াজুল করিম বাছিম প্রমুখ। এছাড়া জেলার আওতাধীন উপজেলা সমমনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।