প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হুমায়ুন রশিদ অরুণ। ১১ মার্চ সোমবার সকালে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলে ফুল দিয়ে বরণ করেন বদলি ও পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। হুমায়ুন রশিদ ইতিপূর্বে সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এটিই তাঁর প্রথম পোস্টিং। তিনি প্রথম কর্মদিবসে সকলের সাথে পরিচিত হন। দুপুরে বিদায়ী নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার শাহরাস্তি ত্যাগ করেন।