প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে মতলব পৌরসভা কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বি.এইচ.এম. কবির আহমেদ, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, ফারুক বিন জামান, মোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।