প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০
গতকাল ১৩ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) হতে হৃদয় সরকার প্রকাশ শঙ্কর (৩০)কে ২০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।