বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০০:০০

ছারছীনাতে চাঁদপুরের ছেলে টানা ৬ষ্ঠ বারের মতো নামাজের জামাতে অধিক উপস্থিতির পুরস্কার পেলেন
মোঃ আবদুর রহমান গাজী ॥

উপমহাদেশের শতবর্ষের ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১৩২তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার প্রথম দিন বাদ জোহর ছারছীনা মাদ্রাসার ছাত্রদের কৃতিত্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ করেন ছারছীনার হযরত পীর ছাহেব হুজুরের বড় জামাতা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মাওলানা মোঃ নুরুর রহমান বেগ। ওই অনুষ্ঠানে নামাজের জামাতে অধিক উপস্থিতির পুরস্কার পেলেন চাঁদপুরের মাওঃ হাফেজ মোঃ আব্দুল কাদের। তিনি এবারসহ টানা ৬ষ্ঠ বারের মতো নামাজের জামাতে অধিক উপস্থিতির পুরস্কার অর্জন করেছেন। তার এ অর্জনে চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান এবং ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ নোমান সালেহী অভিনন্দন জানিয়েছেন।

মাওঃ হাফেজ মোঃ আব্দুল কাদের বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধানের ৪র্থ পুত্র। তিনি কোরআনে হাফেজ হয়েছেন নিজ গ্রামের জামালিয়া হাফিজিয়া মাদ্রাসায়। তারপর কিতাব বিভাগে ফরিদগঞ্জ হাঁসা আল-আমিন ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া থেকে ২০২০ সালে দাওরায়ে হাদিস পাস করেন। পরে তিনি ওই মাদ্রাসায় তাফসির বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০১৪ সালে চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ছারছীনা মাদ্রাসার কেন্দ্রীয় শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন এবং ২০১৯ সালে সাংগঠনিকভাবে পুরস্কার অর্জন করেন। এছাড়া পড়ালেখার কৃতিত্ব অর্জন করায় বহু পুরস্কার পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী ১৩২তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ১২ মার্চ শনিবার থেকে শুরু হয়েছে। কাল ১৪ মার্চ সোমবার বাদ জোহর আখেরি মোনাজাত করবেন জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাদ্দাজিল্লুহুল আলী)। ছারছীনা মাদ্রাসায় প্রায় ৫ হাজার ছাত্র পড়াশোনা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়