বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০০:০০

হাকীম এমএম শাহাদাত হোসেন পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক

চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম হাকীম এমএম শাহাদাত হোসেন পাটওয়ারীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১২ মার্চ শনিবার কলেজ মিলনায়তনে এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ব্যক্তিগত জীবনে হাকীম শাহাদাত ছিলেন সহজ-সরল ও ধার্মিক একজন ব্যক্তি। ২০১৬ সালের ৯ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। ইউনানী চিকিৎসা শাস্ত্রের উন্নয়নসহ শিক্ষকতা পেশায় তিনি ছিলেন একজন সফল মানুষ। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তাঁর সুযোগ্য সন্তান হাকীম মোঃ শাহেদ হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক হাকীম ছালমা সুলতানা, সহকারী অধ্যাপক হাকীম মাহবুব হোসেন পাটওয়ারী, প্রভাষক হাকীম গুলজার খান, প্রভাষক হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামাণিক, হাকীম মোঃ ওসমান গণি, হাকীম হাবিবা আক্তার, হাকীম শাহানাজ আক্তার, হাকীম মোঃ মিজানুর রহমান, হাকীম মোঃ ফাহাদ হোসেন, হাকীম মোঃ আল-মামুন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের সকলের জন্যে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়