প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে প্রতি বছরের ন্যায় এ বছরও মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার অভ্যন্তরে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, মার্কেন্টাইল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিড্যান্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেন চৌধুরী প্রমুখ। এ সময় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার শারমিন আক্তর, রেহানা আক্তার, শারমিন আক্তার তানিয়াসহ মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।