প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
‘কিডনি সুরক্ষায় জ্ঞানের বিস্তার অপরিহার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকারের সমনে এসে শেষ হয়। র্যালিতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ক্যাম্পস চাঁদপুরের সহকারী শাখা ব্যবস্থাপক মিনারা শারমিন ও সুপারভাইজার আফজাল হোসেন।