প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপ্রধানে ও শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার ম-ল, ফরিদগঞ্জ প্রেসক্লবের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন।