বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস্ জার্সি উন্মোচন ও দোয়া
ক্রীড়া প্রতিবেদক ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২। এ লীগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আগামী শনিবার লীগের ৪র্থ ম্যাচে অংশ নিবে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

প্রিমিয়ার ক্রিকেট উপলক্ষে বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস জার্র্সি উন্মোচন এবং খেলা উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ইউনুছ।

এ সময় উপস্থিত ছিলেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, ক্লাবের মহাসচিব ও ক্রীড়া সংগঠক জাকারিয়া ভূঁইয়া বতু, জয়েন্ট সেক্রেটারী আঃ মজিদ খান ডেঙ্গু, ক্লাব কর্মকর্তা পারভেজ গাজী, সাইফুল ইসলাম ও ক্লাবের সদস্য অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, ক্লাব কর্মকতা সাংবাদিক শেখ আল মামুন, ফাহিম শাহরিন কৌশিকসহ দলে অংশ নেয়া ক্রিকেটারগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়