বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নূর খান।

সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন আজাদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র গীতা থেকে পাঠ করে শিক্ষার্থী পায়েল সিংহ রায়। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর অনুষ্ঠানের সভাপতি স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ে করোনা মহামারি চলাকালে অনলাইন শ্রেণি কার্যক্রমের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন, সেই সাথে সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সফলতার বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেন। তারপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং তার বক্তব্যে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, মহান একুশে বইমেলা ২০২২-এ বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থী নাজমুস সাকিবের একটি ইংরেজি কাব্যগ্রন্থ ‘ইৎববুব ড়ভ উৎবধসং’ প্রকাশিত হয়েছে। উক্ত শিক্ষার্থী প্রধান অতিথি মহোদয়ের হাতে তাঁর স্বরচিত কবিতার বই তুলে দেয়। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। তারপর শিক্ষার্থী নাজমুস সাকিবকে তাঁর প্রতিভার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের সকল সাংস্কৃতিক কার্যক্রমে সরব উপস্থিতির জন্যে পুরস্কৃত করা হয় প্রতœ পীযূষ বড়ুয়া এবং প্রখর পীযূষ বড়ুয়াকে। এরপর যথাক্রমে ক্রীড়া প্রতিযোগিতার অন্যান্য আয়োজনের পুরস্কার বিতরণের কার্যক্রম পরিচালিত হয়। পরিশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়