বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হজে  যাবে বলে শ্বশুর বাড়িতে বিদায় নিতে এসে পুত্রবধূ প্রহৃত
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট গ্রামে পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্র সংলগ্ন বাড়ির চাঁদ মিয়ার প্রবাসী ছেলে লিটন মিয়ার স্ত্রী দুসন্তানের জননী খুকি আক্তারকে ভাসুর খোকন মিয়া মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

খুকি আক্তার জানান, প্রায় ৮ বছর হয় আমার বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর আমার স্বামী লিটন প্রবাসে থাকায় ভাসুর খোকনসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে আমাকে প্রতিনিয়ত মারধরসহ শারীরিক-মানসিক নির্যাতন করতো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও সৃষ্টি হয়। এ অশান্তির জন্যে বেশিরভাগ সময় কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামে পিত্রালয়ে বসবাস করতাম। সম্প্রতি মামলা-মোকদ্দমা আপোষ-মীমাংসা হলে স্বামী লিটন সৌদি আরব প্রবাসে থাকার প্রেক্ষিতে আমাকে হজ্বে নেয়ার সিদ্ধান্ত নিলে শ^শুর-শাশুড়িকে কিছু টাকা দেয়াসহ বিদায় ও দোয়া নেয়ার জন্যে আমার বড় ভাই আজমির হোসাইন এবং নিকটাত্মীয় সিএনজি অটোরিকশা ড্রাইভার আরমান হোসেন রিপনকে নিয়ে মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরের পর বাড়িতে আসলে তারা খাবারের আয়োজন করে। খাবার পর্বশেষে একপর্যায়ে হঠাৎ খোকন বাড়িতে এসে আমাদের দেখে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে এলোপাতাড়ি মারধর করে একটি স্বর্ণের আংটি এবং একটি ব্রেসলেট ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিলে আমরা আহতাবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নেই।

অভিযুক্ত ভাসুর খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি মারধরের কথা অস্বীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়