প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জে টাইলসের শো-রুম গ্রেটওয়াল ও চারু সিরামিকের এক্সক্লুসিভ স্টেকহোল্ডার ‘চাঁদপুর এজেন্সী’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ হাজীগঞ্জ-কচুয়া সড়কে চাঁদপুর এজেন্সীর শো-রুমে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরেই ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এজেন্সীর উদ্বোধন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী।
চাঁদপুর এজেন্সী ও সুপার শপ চাঁদের হাটের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মোঃ নূরুল ইসলামের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু প্রমুখ।
এজেন্সীর পরিচালক মোঃ আরিফ ইসলাম হৃদয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন এজেন্সীর ম্যানেজার আব্দুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় অন্যান্য অতিথি, ব্যবসায়ী, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর এজেন্সীতে গ্রেটওয়াল ও চারু সিরামিকের সকল প্রকার টাইলস্ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।