বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সাঁতারু আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালন করে না জেলা ক্রীড়া সংস্থা!
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মহান স্বাধীনতা যুদ্ধের জন্যে অর্থ সংগ্রহকারী, চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের বাসিন্দা, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মরহুম আবদুল মালেকের ৩৯তম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল ১৭ ফেব্রুয়ারি। ১৯৮৩ সালের এই দিনে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সেখান থেকে তাঁর মরদেহ চাঁদপুরে এনে সমাহিত করা হয়। নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত আছেন মরহুম আবদুল মালেক। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি তরপুরচন্ডী মিজি বাড়িতে পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মরহুমের ছোট ভাই আরেক খ্যাতিমান সাঁতারু অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা একেএম বাদশা মিয়া জানিয়েছেন, প্রতিবছরই তাঁর বড় ভাইয়ের জন্যে পারিবারিকভাবে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এই ক্রীড়াবিদকে স্মরণ করার জন্যে কাউকেই খুঁজে পাওয়া যায় না। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মত শক্তিশালী সংস্থা থাকলেও এবং চাঁদপুর স্টেডিয়ামে তাদের প্রথম প্যাভিলিয়ন ‘মালেক ক্রীড়া ভবন’ নামে থাকলেও তাঁর জন্য তাদের ন্যূনতম আয়োজন থাকে না।

উল্লেখ্য, চাঁদপুরের এই কৃতী সন্তান সাঁতারু মরহুম আবদুল মালেক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহু পুরস্কারে ভূষিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়